Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়, কোট বিল্ডিং এলাকায় একটি মনোরম পরিবেশে অবস্থিত। অত্র অফিস ১৯৮৭ ইং সালে কার্যক্রম শুরু করে। সমগ্র জেলা পুলিশ ইউনিটের সকল দাপ্তরিক কার্যক্রম অত্র কার্যালয় হতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। অত্র দপ্তর হতে লক্ষ্মীপুর জেলার সার্বিক আইনশৃংখলা কার্যক্রম মনিটরিং করা হয়। জনসাধারনের জানমালের নিরাপত্তা ও জেলার আইন-শৃংখলা বিষয়ক নির্দেশ সমূহ অত্র কার্যালয়ের প্রধান মাননীয় পুলিশ সুপার দিয়ে থাকেন। অত্র দপ্তরের অধীনে জনসাধারনের সেবা প্রদানের জন্য ০৬টি থানা, ০১টি পুলিশ লাইন, ০১টি কোট ইউনিট, ০১টি ট্রাফিক ইউনিট, ০১ টি ডিবি, ০১টি ডিএসবি,০৪টি তদন্ত কেন্দ্র,০১টি শহর পুলিশ ফাঁড়ি, ০৩টি পুলিশ ফাঁড়ি ও দুইটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।