সকল নাগরিককে সেবা প্রদান করা এবং বসবাস এবং কর্মোপযোগী নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।
আমাদের মিশন
১। আইনের শাসন সমুন্নত রাখা। ২। সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিতকরণ। ৩। জনগণের অংশিদারিত্বের ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা। ৪। অপরাধ চিহ্নিতকরণ ও প্রতিরোধ। ৫। আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা। ৬। শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা। ৭। জনগণকে সুরক্ষা, সাহায্য ও সেবা প্রদান এবং আশ্বস্তকরণ। ৮। সমব্যথী, বিনম্র এবং ধৈর্যশীল হওয়া। ৯। অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহন এবং উন্নতর কর্মসম্পাদনের পন্থা অন্বেষণ। ১০। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন।